সরকারদেরকে চেয়ারম্যানের সহায়তা প্রদান

আঃ মতিন সরকার, গাইবান্ধা স্টাফ রিপোর্টারঃ অবশেষে সরকার নাম পরিচিত সাইব উদ্দিন ও নাইব উদ্দিনকে নগদ অর্থসহ ত্রাণসহায়তা প্রদান করেছেন শান্তিরাম ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সামিউল ইসলাম। বৃহস্পতিবার, বিকাল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরাণ মজার গনশারহাট নামক বাজার সংলগ্ন সুন্দরগঞ্জ-গনশারহাট-শাভাগঞ্জ ভায়া মাঠরহাটগামী গ্রামীণ পাকা সড়ক তাদর আবাসস্ল গিয় ২ ভাইক ব্যক্তিগতভাবে নগদ ১ হাজার টাকা ও ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, লবণ, তেল প্রদান করেন চেয়ারম্যান আলহাজ্ব সামিউল ইসলাম। এসময় ইউপি চেয়ারম্যান বলন, সরকারদের পরিবার প্রতি বরাবরেই ব্যক্তিগতভাবে সহযােগিতা করে আসছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখব। ইতিপূর্বে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় ঐ পরিবারকে একটি ঘর দেয়ার জন্য চেষ্টা করছি। তাদর জায়গা-জমি না থাকায় এ ইউনিয়নের (শান্তিরাম) সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ সহ অনেক প্রচেষ্টা চালিয়ে ৪ শতক জায়গা নির্ধারণ করেছি। কি, দুর্ভাগ্যক্রমে এ প্রকল্পের আওতায় তাঁদেরকে ঘর দেয়া সম্ভব হয়নি। এরপর প্রতি বছর ঈদের আগে জহিরন বেওয়াক ১টি শাড়ি ও ৫’শ টাকা কের ব্যক্তিগত ভাবে দান করেছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর প্রথম জহিরন বেওয়ার নামে বয়স্ক ভাতাভাগী কার্ড প্রদান করি। তিনি মারা যাওয়ায় মা জহিরনর বদলে বড় ছেলে সাইব উদ্দিনর নাম অর্ভূক্ত করার জন্য প্রক্রিয়াধীন। তাঁদের দুঃখ-দুর্দ্দশার কথা যেনেছি। এসময় ছিলেন, সুন্দরগঞ্জ রিপার্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হলে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সামিউল ইসলাম তাৎক্ষণিকভাব সরকারদর জন্য নগদ টাকা ও ত্রাণ সামগ্রী প্রদানর উদ্যাগ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ