![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVkljzXX8Ez5uAaCYhh92B-qFYlfuoyrThEPQ8zlbgzIjnKG0vgkDEMurheGOv9eb6spLQVXkN7LGdhjyw_-bllFFmsEOJ45xvLPzgK00QYgyT8Tb39WA6o0QEILgux55RXaWFP0S_SFE/s400/Kurigram+Harvester+Machine+Distribution+photo-+06.05.2020.jpg)
মাসুদ রানা
কুড়িগ্রাম প্রতিনিধি
: কুড়িগ্রামে
ধান কাটামারাইয়ের সুবিধার্থে কৃষকদের মাঝে ভত্তুর্কীমূলে ১৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত¡রে এ বিতরণ
কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.
মোস্তাফিজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মন্জু, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন প্রমুখ। কৃষি বিভাগ জানায় এ জেলায় ধান
কাটামারাই নির্বিঘœ করতে ভত্তুর্কী মূল্যে ২১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হবে। এরমধ্যে ১৩টি বিতরণ করা হল। প্রতিটি মেশিনের মূল্য ২৮ লাখ টাকা
হলেও তা ভত্তুর্কী দিয়ে
১৪ লাখ টাকায় কৃষক সমিতির মাধ্যমে দেয়া হচ্ছে।
0 মন্তব্যসমূহ