ডিমলা উপজেলা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ

জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বাংলাদেশে ঈদ-উল ফিতর উদযাপনের পঞ্চম দিনে নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নের ২’শত গরীব দু:খীঅসহায়বয়স্ক  কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০-মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমের সামনে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, বালাপাড়া, ডিমলা সদর, খগাখড়িবাড়ী, গয়াবাড়ী, নাউতারা, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, টেপাখড়িবাড়ী ও পূর্বছাতনাই ইউনিয়নের দুইশত পরিবারের প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি  নগদ ৫০ টাকা করে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা শেষে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ত্রাণ বিতরনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সিংহ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মোফাক্কারুল ইসলাম পিনু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি গুলশানআরা বেগম প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ