লালমনিরহাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ দিনের কারাদন্ড


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ করোনা ভাইরাসের কারণে প্রশাসন যখন সাধারণ মানুষকে সচেতন করতে ব্যস্ত ঠিক সেই সময়ে বেপরোয়া হয়ে উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ীরা। তারা অবৈধ ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে। এমন অভিযোগের ভিত্তিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জহুরুল ইসলাম (৫০) নামে এক বালু ব্যবসায়ীকে দশ দিনের কারাদন্ড প্রদান করেন। মঙ্গলবার ( মে) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী জহুরুল ইসলাম উপজেলার ভোটমারী ইউনিয়নের দরগারপাড় এলাকার মনসুর আলীর ছেলে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ