ডিমলায় ইমাম ও মোয়জ্জেনদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ


জাহাঙ্গীর রেজা, ডিমলা স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ  উপহার হিসাবে ইমাম মোয়জ্জেনদের ২৫ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ৫১৩টি মসজিদের ইমাম মুয়াজ্জিদের মধ্যে প্রধানমন্ত্রীর  উপরহার হিসাবে হাজার টাকার একাইন্ট পে চেক হাতে তুলে  দেয়া হয়। শনিবার বেলা ১২ টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চেক হস্তাস্তরের উদ্বোধন করেন নীলফামারী- (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার হেফাজুল ইসলামের তালিকা ভুক্ত মসজিদের নামে চেক হস্তান্তর করা হয়েছে। নীলফামারী- (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার চেক বিতরন অনুষ্ঠানে বলেন, বর্তমান প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯)’  মহামারিতে সকল শ্রেনী-পেশার  ক্ষতিগ্রস্থ মানুষজনের কথা মনে রেখেছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তিনি কোন একক গোষ্ঠি বা  ব্যাক্তির কথা চিন্তা করেন না। । এছাড়াও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বরাদ্দ হতে উপজেলার বঞ্চিত কর্মহীন প্রতিবন্ধী ব্যকক্তিদের মাঝে নগত অর্থ ৫০০ টাকা করে ৫৮ জনের মাঝে মোট ২৯,০০০ হাজার টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ