ঠাকুরগাঁওয়ে দূরত্ব বজায় রেখে চাষীর ধান কেটে দিল জাতীয়তাবাদী কৃষকদল

মেহেদী হাসান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনা মোকাবেলায় সদর উপজেলার রহিমানপুর দাসপাড়ায় ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে চাষীদের ধান কেটে দেওয়া হয়। শুক্রবার সকালে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। ওই এলাকার কৃষক ভবেশ চন্দ্র রায়ের জমির পাকা ধান কাটায় অংশগ্রহন করেন জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, আনোয়ার হোসেন লাল, আলম, জেলা মহিলা দলের সভানেত্রী ফুরাতুন নাহার প্যারিস, ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হান্নান হান্নু, জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক খুরশিদ আলম উজ্জল, সাংগঠনিক সম্পাদক নাসির, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন, রেজওয়ানুল হক রিজু, রুহিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রায়পুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক তোজাম্মেল হকসহ জেলা বিএনপি, জেলা-সদর উপজেলা কৃষকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হক জানান,কৃষকরা কিভাবে দূরত্ব বজায়রেখে ধান কাঁটার কাজ করবে তার সঠিক সমাধান দিতে পারে নাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাই আমরা জাতীয়তাবাদী কৃষক দল এই পদ্ধতি অবলম্বন করলাম যা কৃষকে কোরনা প্রতিরোধের জন্য সহায়ক হবে । এ সময় দরি দিয়ে লাইন টেনে ৪/৫ ফিট দূরত্ব বজায় রেখে ওই কৃষকের প্রায় ৪০ শতক জমির ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে পৌছে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ