বাগাতিপাড়া নানার বাড়ি থেকে ঢাকা যাওয়া হলোনা চার মাসের শিশু "আয়রা'র"

আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া, (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়া থেকে জীবন শুরুর প্রথমে মা-বাবার সঙ্গে ঢাকা যাওয়া হলোনা চার মাসের শিশু আয়রা মনির
আয়রার নানা নাসির উদ্দিন জানান, আজ বুধবার ( মে) বৃষ্টিমুখর সকালে তার মেয়ে-জামাই চার মাসের শিশু কন্যা আয়রাকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ঘে তার আদরের চার মাসের নাতনি "আয়রা" ঘটনাস্থলে মারা যায়।এবং তার মেয়ে জামাই সহ গৃহপরিচারিকা আহত হয়। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলেও জানান তিনি। 
নিহত আয়রা মণি রাজশাহী জেলার বাঘা উপজেলার মণিপুর গ্রামের বাসিন্দা 
আকিজ গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমান সুজনের মেয়ে। 
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহিল বাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোরে 
রেজুর মোড় এলাকায় বাগাতিপাড়া থেকে ঢাকাগামী প্রাইভেট কারের (ঢাকা 
মেট্রো ১৭-২৭১৪) সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীগামী অপর প্রাইভেট কারের (ঢাকা 
মেট্রো ১২-৮২২৩) মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঢাকাগামী প্রাইভেট কারের যাত্রী শিশু "আয়রা" ঘটনাস্থলেই নিহত দুই চালকসহ পাঁচজন আহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ বনপাড়া ফায়ার সার্ভিস টিম আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 
নিহত চার মাসের শিশু আয়রার দাফন বেলা ১২ টার দিকে সম্পূর্ণ হয়েছে বলে তার নানা বাড়ির সূত্রে জানা যায়। 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ