কুড়িগ্রামে দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে ত্রাণ বিতরণ।


মাসুদ রানা কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম উলিপুর গাড়াই পাঁচপীর উচ্চ বিদ্যালয়র শিক্ষক ও কমিটির উদ্যাগ ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছ। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষক ও কমিটির সদস্যদের ব্যাক্তিগত উদ্যাগে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের অবিভাবকদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুল দেয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব। এসময় অন্যান্যর মধ্য উপস্তি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ রায়, মাদ্রাসা অধ্যক্ষ আহমেদ হাসান সহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকগণ। ত্রাণ সামগ্রীর মধ্য ছিল চাল, ডাল, তেল, পিয়াজ ও রসুন সহ অন্যান্য সামগ্রী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব জানান, দেশে চলমান করোনা পরিস্থিতে বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যরা তাদের দরিদ্র শিক্ষার্থিদের পরিবারের কথা চিন্তা করে নিজেস্ব উদ্যাগে এসব খাদ্য সহায়তা প্রদান করেছে। এটা ভাল উদ্যাগ। আমি মন করি সকল বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের এভাবেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের পাশে দাড়ানো উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ