দিনাজপুর থেকে হাওড় অঞ্চলে ধান কাটার জন্য শ্রমিক পাঠানো হচ্ছে।

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনাজপুরের খানসামা উপজেলা থেকে হাওড় অঞ্চলে শ্রমিক পাঠানোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. তৌহিদুল ইকবাল, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহমেদ মাহবুব-উল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, মাইফ্রেশ ওয়াটার কোম্পানির স্বত্বাধিকারী মো. লিয়ন চৌধুরী। দিনাজপুর জেলা প্রশাষন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর এবং বিত্তবান ব্যাক্তদের সহযোগিতায় দিনাজপুর থেকে সুনামগঞ্জ ও হাওড় অঞ্চলে ধান কাটার জন্য শ্রমিক পাঠানো হচ্ছে। শ্রমিকদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা করে পাঠানো হচ্ছে। যেই বাসটি যাবে সেই বাসটিতে অন্য কোন যাত্রী নিতেও পারবে না আর আনতেও পারবেনা। জেলার প্রতিটি উপজেলা থেকে এই কার্যক্রম চলমান থাকবে। সুনামগঞ্জে গাড়ি পাঠানোর ভাড়া এবং শ্রমিকদের রাস্তায় খাবার ব্যবস্থা করেছেন মাইফ্রেশ ওয়াটার কোম্পানির মালিক লিয়ন চৌধুরী। জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তা সমাজের বিত্তবান লোকদের এই কাজে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ