শিশুর ৪ খন্ডিত লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার নীলফামারীঃ দশ বছরের রুজেল ইসলামের চারখন্ড মরদেহ উদ্ধার করেছে নীলফামারীর ডিমলা থানা পুলিশ। বুধবার(১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা আমতলী বাজারের পূর্ব দিকে ব্রীজের পাশে একটি ভুট্টা ক্ষেতে লাশটি পাওয়া যায়। শিশুটি রামডাঙ্গা গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। জানা যায়, শিশুটি তার নানী রেজিয়া বেগমের বাড়িতে থাকত। গত এপ্রিল দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। বুধবার বিকালে ডিমলা সদর ইউনিয়নের এতিমখানা সংলগ্ন এলাকায় বেশ কিছু কুকুর শিশুটির খন্ডিত হাত নিয়ে রাস্তায় টানাটানি করতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় এক কিলোমিটার দূরে রামডাঙ্গা আমতলী বাজারের পূর্ব দিকে ব্রীজের পাশে ভুট্টা ক্ষেতে শিশুটির চার খন্ডিত লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে শিশুটিতে কেউ হত্যা করে ফেলে পালিয়ে যায়। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এটি হত্যাকান্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ