বাগাতিপাড়ায় ভেজাল বিরোধী অভিযান

আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া,
নাটোর প্রতিনিধিঃ  নাটোরের বাগাতিপাড়ায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার জামনগর ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে
সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল এর নেতৃত্বে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ শক্তিচালিত আখ মাড়াই যন্ত্র, ভেজাল গুড় ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিএসএফআইসি শিল্প মন্ত্রণালয় নাটোর
অভিযানের সময় অন্তত টি স্পটে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ যন্ত্রাংশ, খাদ্যে মিশ্রনের জন্য মজুদকৃত বিষাক্ত হাইড্রোজ, ক্ষতিকর কাপড়ের রং জব্দ করা হয়। এবং প্রায় ২৫০ কেজি ভেজাল গুড় খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়েছে
অভিযান প্রসঙ্গে প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, ভেজাল খাদ্য খাদ্যদ্রব্য মানব শরীরের ক্ষতি করে, এবং জীবন ঝুঁঁকির মধ্যে ফেলে তাই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।  তিনি আরও বলেনশক্তিচালিত আখ মাড়াই যন্ত্র যেহেতুু বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ তাই  শক্তি চালিত মাড়াই যন্ত্রের বিরুদ্ধে অভিযান চলবে
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন বিএসএফআইসি নাটোরের উপ প্রধান (প্রশাসন) জনাব মোহাম্মদ মেহরাব হুসেইন উপ প্রধান (বীঃপ্রঃ) জনাব ফারুক আহমেদ বাগাতিপাড়া মডেল থানার এস আই রফিকুল ইসলাম রফিকসহ থানা ফোর্স। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ