শনিবার কক্সবাজার আসবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান

এন আলম আজাদ, চীফ রিপোর্টারঃ
কাল শনিবার (৮ ফেব্রুয়ারী) ২ দিনের সফরে কক্সবাজার আসছেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি । শনিবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বেলা দেড়টার দিকে কক্সবাজার পৌঁছবেন। একইদিন তিনি কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল ময়দান) হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। পরদিন সকাল ১০’৪০ মিনিটে একটি প্রাইভেট বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে উপমন্ত্রীর একান্ত সচিব মোঃ শাহগীর আলম প্রেরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ