কিশোরগঞ্জে নাইটকোচ ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু- আহত ১৫

স্টাফ রিপোর্টার, নীলফামারী।। 
নীলফামারীর রংপুর- ডালিয়া মহাসড়কের কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের ওবিলের বাজার সংলগ্ন (দালাল পাড়া রাস্তার মোড়) নামক স্থানে নাইট কোচ ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী জহরুল ইসলাম (৬৫) ও তার বোন আনোয়ারা বেগম (৬০)  ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মাইক্রোবাস চালক, দুই শিশুসহ ১৫ জন যাত্রী সবাই গুরুতর আহত হয়। তাদের বাড়ি জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে। শুক্রবার ( ৩ জানুয়ারী) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিহত জহুরুল ইসলামের জামাতার মৃত্যুর সংবাদ পেয়ে তারা সবাই গোলনা নবাবগঞ্জ হতে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১১-৯৫৮২)যোগে বগুড়া মোকামতলার উদ্দেশ্যে যাওয়ার সময় ওবিলের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচ আজিজ ট্রাভেলস (ঢাকা মেট্রো ব ১৪-৮৫৬৬) মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘাতক নাইট কোচটিকে আটক করতে সক্ষম হয়। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম হারুন অর রশিদ জানান, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ