পিএমখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর, আহত-১

পিএমখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর, আহত-১

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চনখোলার পশ্চিম পাড়ার জনৈক মৃত শাহাব মিয়ার পুত্র আব্দু রশিদ (৩৫)কে মারধরের অভিযোগ উঠে। ৩১ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একই ইউনিয়নের ইউনুস ঘোনার বাসিন্দা আব্দুল মোনাফের পুত্র জাহেদুল ইসলাম (২২) ও রাশেদ (২৫) দ্বয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘাটঘর বাজার এলাকায় আব্দু রশিদকে এলোপাতাড়ি মারধরের ঘটনা ঘটায়। এসময় জাহেদুল ইসলামের হাতে থাকা কিরিচের আঘাতে আব্দু রশিদের হাতে গুরুত্বর আঘাত পায়। এতে ৪ টি সেলাই করা হয়। বর্তমানে আব্দু রশিদ কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
আহত আব্দু রশিদ।
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চনখোলার পশ্চিম পাড়ার জনৈক মৃত শাহাব মিয়ার পুত্র আব্দু রশিদ (৩৫)কে মারধরের অভিযোগ উঠে। ৩১ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একই ইউনিয়নের ইউনুস ঘোনার বাসিন্দা আব্দুল মোনাফের পুত্র জাহেদুল ইসলাম (২২) ও রাশেদ (২৫) দ্বয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘাটঘর বাজার এলাকায় আব্দু রশিদকে এলোপাতাড়ি মারধরের ঘটনা ঘটায়। এসময় জাহেদুল ইসলামের হাতে থাকা কিরিচের আঘাতে আব্দু রশিদের হাতে গুরুত্বর আঘাত পায়। এতে ৪ টি সেলাই করা হয়। বর্তমানে আব্দু রশিদ কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

আহত আব্দুর রশিদের ভাই রাশেদ কামাল (৩১) বলেন, তার ভাই রশিদ দোকানের মালপত্র আনার জন্য ঘাটঘর বাজারের ফজল সওদ্গরের ঠেলা গাড়ি ভাড়া করে। গাড়িটি নিয়ে রশিদ তার দোকানের যাওয়ার সময় জাহেদ ও রাশেদ তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে জাহেদ কিরিচের আঘাত করে তার রশিদের হাতে গুরুত্বর জখম করে। এছাড়াও এই ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের এর পক্রিয়াধীন বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ