নাটোরে দূরপাল্লার কোচ ও আন্তঃজেলা বাস চলাচল করলেও স্বাভাবিকের চেয়ে কম


মোঃ শরিফ,নাটোর প্রতিনিধি
নাটোরে দূরপাল্লার কোচ ও আন্তঃজেলা বাস চলাচল করলেও স্বাভাবিকের চেয়ে কম। আজ বুধবার সকাল থেকে আন্তঃজেলা বাসগুলো জেলার মধ্যে চলাচল করতে দেখা গেছে। তবে নূতন সড়ক পরিবহন আইন হওয়ার পর এসব বাস চলাচল অনেক কমে গেছে। ফলে যাত্রীদের গন্তব্যে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এতে করে তাদের দূর্ভোগ বেড়েছে। কারণ হিসেবে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, মঙ্গলবার পর্যন্ত তারা ঠিকভাবে গাড়ি চালিয়েছেন। কিন্তু গতকাল পাবনার মুলাডুলি থেকে তাদের বাস ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও রাজশাহীতেও তাদের বাস প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সে কারণে তারা শুধুমাত্র জেলার মধ্যে তাদের গাড়িগুলো চালাচ্ছেন। পণ্যবাহী ট্রাকগুলোও চলাচল করতে দেখা গেছে। তবে ফিটনেস বিহীন বাসগুলো নূতন সড়ক পরিবহন আইন হওয়ার পর রাস্তায় বের হচ্ছে না। তিনি বলেন নাটোর জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি কোন ধর্মঘট করছে না। অপরদিকে ঢাকা কোচ কাউন্টার মাষ্টাররা জানান, ঢাকা কোচগুলো নিয়মিত ভাবে চলাচল করছে। তবে অন্যান্য সময়ের চেয়ে অনেক কম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ