নাটোরে অবৈধ অস্ত্র রাখায় দুই যুবককে ১৪ বছর করে কারাদণ্ড


নাটোর প্রতিনিধি
নাটোরে অবৈধ অস্ত্র রাখার মামলায় দুই জনকে ১৪বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা ৩টায় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিন এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে, নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (২০) এবং একই গ্রামের লোকমান সরদারের ছেলে বাবু সরদার (২০)
সরকারী কৌসুলি লুৎফর রহমান বাবু জানান, ২০০৪সালের ৩০এপ্রিল নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় পলিথিনে মোড়ানো লোহার তৈরী সার্টার গান উদ্ধার সহ শহিদুল ইসলাম এবং বাবু সরদারকে আটক করে তারা।
পরে মামলার সাক্ষ্য প্রমান শেষে বিকেল ৩টার দিকে স্পেশাল ট্রাইব্যুানাল- এবং যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিন আসামী দুজনকে ১৪বছর করে কারাদন্ডের নির্দেশ দেন। রায়ের সময় আদালতে বাবু সরদার উপস্থিত থাকলেও শহিদুল ইসলাম পলাতক রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ