প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা

 


সম্প্রতি দৈনিক মেহেদী পত্রিকায় “বাসের হেলপার থেকে টাকার কুমির মাদক সম্রাট মিজান” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

মিজান জানান, উক্ত সংবাদ তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য ছড়ানো হয়েছে। তিনি কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে যুক্ত নন। সংবাদটিতে উল্লিখিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও অভিযোগ করেন, ওই পত্রিকার দুজন প্রতিবেদক দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করে আসছেন এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছেন।

মিজান এসব মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক সমাজ এবং সচেতন পাঠককে অনুরোধ করেছেন এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ