কুড়িগ্রামে সূর্যমুখি আবাদ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত


নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

রাজস্ব ফলোআপ ও প্রণোদনা কর্মসূচি-২০২১ এর আওতায় সূর্যমুখি আবাদ সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর মাধবরাম গ্রামে। এসময় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো.আসাদুল্লাহ, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরক্তি পরিচালক কৃষিবিদ খন্দকার আব্দুল ওয়াহেদ, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মঞ্জুরুল হক প্রমুখ। 

চলতি বছর জেলায় ২০০ হেক্টর চরাঞ্চলের জমিতে সূর্যমুখির চাষ করে ৩২ কোটি টাকা বীজ বিক্রির আশা করছেন চাষীসহ সংশ্লিষ্ট কৃষি বিভাগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ