কক্সবাজারে ছুরির ভয় দেখিয়ে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনতাই

আক্তার কামাল সোহেলঃ
কক্সবাজার শহরে রুমালিয়ারছড়ায় এলাকায় এক পথচারী কে ছুরির ভয় দেখিয়ে সব কিছু ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা।

গত মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় রোমানিয়া ছাড়া চিকন অন্ধকার গলিতে এই ঘটনা ঘটে। এতে আহত এক জনকে পথচারীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তি হলেন কক্সবাজার শহরের ০৭ নং ওয়ার্ডের মোহাম্মদ ইব্রাহিম (২০) পিতাঃ মোঃ শামসুল আলম। সে একজন কার গাড়ির ড্রাইভার। আহত মোহাম্মদ ইব্রাহিম বলেন আমি ২৬ শে মে রোজ মঙ্গলবার সন্ধ্যায় সাতটার দিকে নিজ বাসা থেকে আপুর বাসায় যাওয়ার পথে। একই এলাকার নিজাম  গ্রুপের নেজাম ও তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার উপর ঝাপিয়ে পড়ে আমাকে ছুরির ভয় দেখিয়ে এলোপ্যাথিক মারধর করে আমার ব্যবহৃত Mi Note 7 Pro যার মূল্য ২৬ হাজার টাকা মত এবং নগদ  ৭ হাজার ৩০০ টাকা নিয়ে ফেলে আমার মানিব্যাগে আমার প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল সেগুলো কেরে নেই। এরপর ধস্তাধস্তির ও চিৎকার শুরু করলে ছিনতাইকারীর দল আমাকে লাথি ঘুষি মেরে পালিয়ে যায়। আমার চিৎকার শুনে রাস্তা থেকে আসা মানুষজন আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার ০৭ নং ওয়ার্ডের সভাপতি জনাব রুবেলকে জিজ্ঞেস করলে সে বলে আমি সেই সময় একটু দূরে ছিলাম সন্ধ্যা সাতটার সময় আমার এলাকার মোহাম্মদ ইব্রাহিম নামের এক যুবককে ছিনতাইকারী নেজাম ওতার বাহিনীরা হামলা করে তার মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে নেই। মোহাম্মদ ইব্রাহিম চিৎকার করলে পথচারীরা ছুটে যায় এবং তাকে উদ্ধার করে। তার কিছুক্ষণ পর আমি ঘটনাস্থলে গিয়ে কিছু পথচারীকে জিজ্ঞেস করলে তারা বলে অন্ধকার গলিতে একটি ছেলেকে ধরে মারধর করে সে চিৎকার করলে আমরা ছুটে যায় নেজামের নামের আগের ও ছিনতাই  কারার  অনেক ছিনতাইয়ের মামলা রয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে এসব ছিনতাইকারী  কে আইনের আওতায় আনা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ