১৩ ফেব্রুয়ারী থেকে ডিভা'র উদ্যোগে ৩ দিন ব্যাপী ভালোবাসার বসন্তের পিঠা-পুলি উৎসব

 ১৩ ফেব্রুয়ারী থেকে ডিভা'র উদ্যোগে ৩ দিন ব্যাপী ভালোবাসার বসন্তের পিঠা উৎসব

ভালোবাসার বসন্তের পিঠা-পুলি উৎসব’। ‘ভালোবাসা’ ও ‘বসন্ত’র মতো রোমান্টিক শব্দযুগলের সঙ্গে বাঙালীর চিরায়ত রসনা অনুষঙ্গ ‘পিঠা-পুলি’র উপস্থিতি যে একটি আয়োজনকে কতটা বর্ণিল করে তোলে, তা উপলব্ধি করতে চলে আসুন আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত কক্সবাজার শহীদ দৌলত ময়দানে (পাবলিক লাইব্রেরি মাঠ)।
৩ দিন ব্যাপী বসন্তের পিঠা-পুলি।

মোঃ মনছুর আলম (এম আলম):
ভালোবাসার বসন্তের পিঠা-পুলি উৎসব’। ‘ভালোবাসা’ ও ‘বসন্ত’র মতো রোমান্টিক শব্দযুগলের সঙ্গে বাঙালীর চিরায়ত রসনা অনুষঙ্গ ‘পিঠা-পুলি’র উপস্থিতি যে একটি আয়োজনকে কতটা বর্ণিল করে তোলে, তা উপলব্ধি করতে চলে আসুন আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত কক্সবাজার শহীদ দৌলত ময়দানে (পাবলিক লাইব্রেরি মাঠ)।
কক্সবাজারের নারী উদ্যোক্তাদের নিয়ে ই-কমার্স সংগঠন Diva Organization আর আয়োজনে ৩দিন ব্যাপী পিঠা-পুলির এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৩ ফেব্রুয়ারী শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত এটি চলবে। এখানে কক্সবাজারের শহর উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তারা হাতের বানানো পিঠা-পুলি উৎসবে অংশগ্রহণ করবেন।


Diva Organization এর সভাপতি নওশাভা মুক্তার সিয়াম বলেন, ১ম বারের মতো এ আয়োজন। আশা করছি, এই উৎসবে দর্শনার্থীদের উপস্থিতি আশানুরূপ হবে। এর আগে তারা উদ্যোক্তাদের ই-কমার্স, হস্ত ও কুঠির শিল্প মেলা আয়োজন করেছিলেন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ