ব্যর্থ জীবন


সাহানারা পারভীন

"জীবন"
দিলে না কিছুই
কেন নিয়ে নিলে সব কেড়ে।
স্বপ্নে দেখা তাজমহল আজ
শুধুই ধূসর বালুকা বেলা।
ভেঙে যায় বারে বারে।
নিঃসঙ্গতায় নিঃস্ব........
হে জীবন???
কেন করোনি ক্ষমা।
হৃদয় গহীনে দগদগে ক্ষত
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মত
মন যে আজ মরু সাহারা।
আশা ছিলো মনে,চলবো দুজনে
হাতে হাত রেখে
চোখে চোখ রেখে কথা
ফেলবো কদম সাথে সাথ
হংসমিথুন সম সখা।
হলো না কিছুই পাওয়া
জীবনের ছন্দ পতন
হঠাৎ ঝোড়ো হাওয়া।
জীবন.....
কেন করো নি ক্ষমা????
জন্ম কেন বৃথা লাগে,
তবে কি নিয়তি আমায় কাছে টানে
পদ্ম পাতার জলের মত
জীবন কেন গড়িয়ে পড়ে।
চাই নি আমি নিঃসঙ্গতা
তবু কেন সে পথেই গমন
পথ দেখাও হে প্রভু তমি
পথ দেখাও মোরে
করে আপন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ