ফ্রান্সে মুহাম্মদ (সাঃ) ব্যাঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ 

ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও ইসলামকে অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে শেরে বাংলা পার্কের সামনে মুসল্লিরা জরো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।পঞ্চগড় জেলা সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের আয়োজনে শহরের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

পঞ্চগড় জেলা সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সভাপতি মুফতি আ ন ম আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্মপ্রাণ মুসলিরা।এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য সকলকে আহবান জানান। তারা আরও বলেন, ফ্রান্সের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। 

সারা বিশ্বে যতবার হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করা হয়েছে জাতিসংঘ তার কোন বিচার করেনি।মুসলমানদের কে সারা বিশ্বে নির্যাতন করা হচ্ছে জাতীসংঘ এর বিচার করে না। তারা নিরব দর্শক হয়ে থাকে। ফ্রান্সের পন্য বর্জন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ