গাইবান্ধায় বিল্ডিং ধসে নির্মাণ শ্রমিকসহ নিহত ২


আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলা শহরে চলমান চারলেন প্রকল্পের জমি অধিগ্রহনকৃত জায়গা থেকে দোকান ঘরের বিল্ডিং ভাঙ্গার সময় নির্মাণ শ্রমিক আজাদ (৫০) ও এক পথচারী ঠাকুরগাও জেলার বাসিন্দা আব্দুল ওয়াহেদ মিয়া নামে এক পথচারিসহ ২ জন নিহত হয়েছে। নিহত শ্রমিকের বাড়ী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকার বাসিন্দা। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা রেজিস্ট্রি অফিসের সামনে শাহজাহান নামের এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের পাকা বিল্ডিং ভাঙ্গার ২৩ সেপ্টেম্বর বুধবার সময় দুপুর ১টার দিকে দেয়াল ও ছাদ ধ্বসে পড়ে। এতে ধসে পড়া দেওয়ালে  চাপা পড়ে  নির্মাণ শ্রমিক আজাদ ঘটনাস্থলে নিহত হয়। 

এ সময় অপর অজ্ঞাত পথচারী গুরুতর আহত হলে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ