ডোমারে কোয়ারেন্টিন নিয়ে মারামারিতে হত্যা মামলার ১ আসামী গ্রেফতার

রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার ঃ নীলফামারী ডোমার উপজেলায় কোয়ারেন্টিনে থাকা ব্যাক্তিদের সাথে কথা বলা নিয়ে দুই পক্ষের মারামারিতে সুমন হত্যা মামলায় চার নম্বর আসামী খোকনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে বগুড়া জেলার আদমদীঘি থানার ছোট আখিরা এলাকার একটি বয়লার ফার্ম হতে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানান, সুমন হত্যা মামলার নামীয় ১৪ জন আসামীর মধ্যে ইতিপূর্বে তিন জন আসামী গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীরা পলাতক রয়েছে। সোর্সের মাধ্যমে জানতে পারি সুমন বগুড়া রয়েছে। আমরা বগুড়া হতে তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছি। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বিকালে উপজেলার গোমনাতি ইউনিয়নের ১ নং গোমনাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারিন্টিনে থাকা লোকদের নিয়ে মারামারিতে সুমন নামের এক যুবক নিহত হয়। এরআগে মামলার ৩,১২ ও ১৩ নম্বর আসামীকে গ্রেফতার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ