মহাদেবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী পালিত

কাজী সামছুজ্জোহা মিলন, নওগাঁ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সার্কের প্রতিষ্ঠাতা , সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্ভাবক, স্বনির্ভর আধুনিক বাংলাদেশ' গড়ার রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯ তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে মহাদেবপুর উপজেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি' সাধারণ সম্পাদক সাবেক হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপি' সাবেক আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, সাবেক যুগ্ন আহবায়ক জাহারুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন, মহাদেবপুর ইউনিয়ন বিএনপি' সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, চেরাগপুর ইউনিয়ন বিএনপি' সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রশিদ, হাতুড় ইউনিয়ন বিএনপি' সভাপতি আবদুল গফুর মাস্টার, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, জেলা যুবদলের সহশিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম ইয়াজদানী শাম্মী, উপজেলা যুবদলের সহ-সভাপতি কাজী আবদুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শান্ত, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, যুবনেতা ইখতিয়ার আহমেদ দুরন্ত,মোরশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম হান্নান, সদস্য হামিদুজ্জামান বকুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক সাইদুর রহমান, ছাত্রনেতা আতিকুর রহমান আতিক, রনি এবি সিদ্দিকী,সামিউল ইসলাম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, সোহেল রানা তোতা, নাজমুল হাসান সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে প্রিয় নেতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায়, সবার প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তার পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনায় , দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনায় এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃত সকল ব্যক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। সবশেষে স্থানীয় বাসস্ট্যান্ডে পাঁচশতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ