ডোমারে ৩ শতাধিক শ্রমিকদের মাঝে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের খাদ্য সহায়তা প্রদান

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়েপড়া নীলফামারীর ডোমার উপজেলার তিন শতাধিক শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে ডোমার উপজেলা ডাকবাংলো চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ নিজস্ব অর্থায়নে বিতরণের সপ্তম দিনে শ্রমিকদের চাল, ডাল, আলু, সাবান ও নগদ অর্থ সহায়তা দেন। দোকান কর্মচারী শ্রমিক, বাস মিনিবাস শ্রমিক ও ট্রাক ট্যাংক লড়ি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়াদুদ, সম্পাদক সেলিম রেজা, ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেরাজুল হক, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলার রহমান বকুল প্রমূখ উপস্থিত ছিলেন। শ্রমিকরা বলেন, প্রায় এক মাস হতে কোন কাজ ও উপার্জন নাই। কিভাবে আগামী দিন চলবে সেই চিন্তায় আছি। আজ উপজেলা চেয়ারম্যান চাল, ডাল, আলু, সাবান দিয়েছে। আমরা তার মঙ্গল কামনা করছি। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ জানান, আমি ব্যক্তিগতভাবে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন শ্রেণীর মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছি। খাদ্য সহায়তা বিতরণ করোনা ভাইরাস থাকাকালীণ সময় পর্যন্ত চলবে। এভাবে সমাজের বিত্তবান মানুষরা যদি সবাই এগিয়ে আসে, তবে কর্মহীন মানুষরা পরিবার পরিজন নিয়ে বাড়ীতে থাকতে পারবে। আর কম সময়ের মধ্যেই আমরা করোনা ভাইরাস মোকাবেলা করতে পারবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ