নীলফামারী সদর থানায় ভুয়া ডিবি গ্রেফতার

আব্দুল মালেক, স্টাফ রিপোর্টারঃ নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকায় মোকছেদুল ইসলামসহ একাধিক ব্যক্তি মোবাইল ফোনে লুডু খেলছিল। গত শনিবার (০৪ এপ্রিল) দুপুরে লুডু খেলার সময় হাজির হন ভুয়া ডিবি পুলিশ। নিজেকে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই করে যাওয়ার সময় কতিত্ব এক ব্যক্তিকে ডিবি পুলিশের সোর্স হিসেবে তথ্য দেয়ার জন্য তার মোবাইল নাম্বার দেয়। সেই নাম্বার দিয়ে সদর থানায় অভিযোগ করেছে এলাকার সইদুল ইসলাম ফকিরের ছেলে মোখছেদুল ইসলাম। পরবর্তীতে নীলফামারী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে আবেদ আলী(২৭) নামের এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করে। তাকে গ্রেফতার করা কালীন ডিবি পুলিশ পরিচয় প্রদানের সময় ব্যবহৃত একটি ওয়ারলেস সদৃশ যন্ত্র, একটি খেলনা পিস্তল, ছিনতাইকৃত মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির বেশকিছু মোবাইল সিম, একাধিক আইডি কার্ড উদ্ধার করা হয়। আবেদ আলী -সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন সরদার পাড়া গ্রামের খয়রাত আলীর ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ইতিপূর্বে বিজিবি পরিচয়ে একাধিক বিবাহ করেছে। ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ